এমপিও ও জাতীয়করণের তথ্য

সুরেশ্বর উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয় একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭০ সালে স্বাধীনতার প্রাক্কালে ১৪ জন শিক্ষানুরাগী প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটির মাধ্যমিক শাখা ১৯৮০ সালে এমপিওভুক্ত হয়। পরবর্তীতে ১৯৯৫ সালে  প্রতিষ্ঠানটি কলেজ শাখায় উন্নীত হয় । ২০১৯ সালে  সরকার এ প্রতিষ্ঠানটি এমপিও-ভুক্ত করেন।

প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির তথ্যসমূহ-

EIIN : ১১৩৫৯৩

মাধ্যমিক শাখার এমপিও কোড  : ৩৬০৪০৫১৩০২

মাধ্যমিক শাখা এমপিওভুক্তির সাল : ১৯৮০

উচ্চ মাধ্যমিক শাখার এমপিও কোড  : ১১৩৫৯৩৩১

উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্তির সাল : ২০১৯